মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পরিবেশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ১টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন।
৮ মার্চ (মঙ্গলবার) সকালে মের্সাস মসজিদ মহাজন ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজীব ও আফজারুল ইসলাম অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, যে সব ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স নেই সেগুলোতে পর্যায়ক্রমে অভিযানের আওতায় আনা হবে। মের্সাস মহাজন ব্রিকস বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।