Wednesday , 24 April 2024
শিরোনাম

লোহাগাড়ায় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীন কর্তৃক মুক্তিযোদ্ধা নাজেহাল

মিরদাদ হোসেন, লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি কর্মকর্তা কর্তৃক মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীনের বিরোদ্ধে এ অভিযোগ উঠে। বুধবার সকালে এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীনের অফিসে যান।

এক পর্যায়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোছলেম উদ্দীন সাংবাদিকদের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গলকে সাংবাদিকদের পক্ষে দালালি করতে এসেছেন বলে কটুক্তি করেন। এতে ওই বীর মুক্তিযোদ্ধা চরম অপমান ও অসম্মানবোধ করেছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীন জানান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গলকে তিনি নানা বলে ডাকেন। তাই ঠাট্টা করে তিনি ” সাংবাদিকদের পক্ষে দালালি করতে এসেছেন ” বলে মজা করেছেন। এব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্লাহ বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনে সে কর্মকর্তাকে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

পৌর ছাত্রলীগের আরাফাত সানির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

লুৎফুর রহমান রিপন ।। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x