মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ
দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার ১৯ আগষ্ট চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশের চুনতি ইউনিয়নে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে লোহাগাড়া থানার এসআই মো: সাজিব হোসেন সঙ্গীয় র্ফোস অভিযান চালিয়ে এ ১ মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তাকে তল্লাশি করলে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতরা হল
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাতিয়ারঘোনা ২নং ওয়ার্ডের মৃত নজির আহম্মদের পুত্র কালা
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।