Saturday , 20 April 2024
শিরোনাম

লোহাগাড়ায় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মিরদাদ হোসেন, লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ মে) উপজেলার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও লোহাগাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া থানার (তদন্ত) কর্মকর্তা সাইফুল আলম , উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুুহাম্মদ দেলোয়ার হোসাইন, , লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বটতলী শহরের যানজট নিরসন, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আর্কষণ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার বলেন, সকল সমস্যা চিহ্নিত করে সকলের সহযোগিতার মধ্যে দিয়ে সমস্যা নিরসনে কাজ করে যাব।

Check Also

জমকালো আয়োজনে রিয়াদে মাই টিভির ১৫ তম বর্ষ উদযাপন

ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ!”রিয়াদের বাথা সানসিটি মেডিকেল এর অডিটোরিয়ামে জমকালো আয়োজনে দেশের জনপ্রিয় টিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x