Friday , 29 March 2024
শিরোনাম

লৌহজংয়ে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারে জনকণ্ঠের কবিতা উৎসব ।

মো : আহসানুল ইসলাম আমিন,স্টাফ রিপোর্টার :

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল খান সাহেবের বাড়িতে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার ঝিলিমিলি বর্ষাকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭জুন) বিকাল ৪টার সময় সেঁজুতি সাহিত্য কুঞ্জের সভাপতি শামীমা খানম আভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সঞ্জিবের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মাসিক শিশু বাংলাদেশ শিশু একাডেমির নির্বাহী সম্পাদক কবি ফারুক নওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিচক্রের প্রকাশক ও সম্পাদক কবি বাবুল তালুকদার, কবি প্রত্যয় জসীম, কবি খান চমন-ই-এলাহী, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মাহফুজুর রহমান, কবিচক্রের নির্বাহী সম্পাদক কবি পার্থ কায়সার প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেম কবি আহাম্মেদ গফুর, এ্যাডভোকেট মাহাবুবুল আলম, কবি কে এস এম নজরুল ইসলাম, সজীব আকাশ, শামীম আশরাফ, ইফাত তাবাসসুম মাহিরা, নয়ন পাল,মোহাম্মদ এসান, ফৌজিয়া খান নাজিফা, তাসফিহা হক লামিয়া প্রমুখ। আলোচনা শেষে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকুর হাতে কবিদের লেখা বেশকিছু বই উপহার প্রদান করা হয়।#

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x