সংযুক্ত আরব আমিরাত সফর শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
তিনি বলেন, এখন পর্যন্ত পূর্বঘোষিত সূচি অপরিবর্তিত আছে, সে অনুসারে আগামীকাল সকাল সাড়ে ১১টায় দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।
গত ৭ মার্চ বিকালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূমের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী শনিবার বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৩০২ এর একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।