শফিকুল ইসলাম সোহেল ,শরীয়তপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে “শেখ রাসেল দিবস -২০২২” উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১৮ অক্টোবর শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাবুল কুমার ভট্টাচার্য্য(চীফ ইন্সট্রাকটর ও একাডেমিক ইনচার্জ),সঞ্জিত কুমার মিস্ত্রী(ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল ,অজিত বাছার(ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেলিকমিউনিকেশন), মো: সোহানুর রহমান (ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স) বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে।