Friday , 29 March 2024
শিরোনাম

শরীয়তপুর শিক্ষক সমিতির নেতৃত্বে কামাল-রতন

বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠিত হয়েছে। সম্মেলনে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামালকে সভাপতি ও নড়িয়া উপজেলার বিঝারী উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নূরুল আমীন রতনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে, সকাল থেকে দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে স্থানীয় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার বর্তমান সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নূরুল আমীন রতনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুর রব মুন্সী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য কামাল উদ্দিন, জিএম নুরুল হক, মো. রফিকুল ইসলাম। এ সময় শরীয়তপুর শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাইদ মাহমুদসহ প্রায় ৪০০ শিক্ষক উপস্থিত ছিলেন।

 

Check Also

‘ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি’

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x