আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই দুর্গোৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন সুসংহত করায় এই দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৬ অক্টোবর থেকে সারাদেশে চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পূজা উপলক্ষে যেকোন ধরণের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
দূর্গপূজা উপলক্ষে কোন সুযোগ সন্ধানী, দুস্কৃতিকারী ও অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের উপর কোনো হামলা, পূজামন্ডপ ভাংচুর বা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমাদের চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কমান্ডার মঈন।
তিনি বলেন, শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারী কোনো নাশকতা করার চেষ্টা করলে এবং যেকোন উদ্ভুত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে র্যাব।
নিরাপত্তার অংশ হিসেবে আজ (মঙ্গলবার) রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রায় ১০০ বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে র্র্যাব।