রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ: শাহজাদপুরে মহান বিজয় দিবস, ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হাসান কাহারসহ সাংবাদিক, মুক্তিযুদ্ধা, শিক্ষক, ফায়ার সার্ভিস, আনসার, চেয়ারম্যানবৃন্দু উপস্থিত ছিলেন।