রাম বসাক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার দুপুরে শাহজাদপুর সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট লিয়াকত সালমান পৌর সদরের দ্বারিয়পুর বাজারে পরিদর্শন করেন এবং দ্রব্য মূল্য না থাকায় ও মেয়াদ উত্তির্ণ জিনিস পাওয়ায় দুটি দোকানে জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ব্যাবসায়ীদের বলেন, পবিত্র রমজান মাসে আপনারা কেউ কোন জিনিসের মূল্য বাড়াবেন না এবং প্রতিটি দোকানে মালামালের মূল্য তালিকা লাগিয়ে রাখবেন । তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে আমাদের অভিযান অব্যাহত থাবেন । অপরদিকে ম্যাজিষ্টেট বাজারে নামায় বাজারে দ্রব্য মূলের দাম কিছুটা সময় কমে যায়। পরে তিনি মনিরামপুর বাজার , থানারঘাট সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন।