রাম বসাক শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়া জাগানো স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র পাঠশালা ও পাঠাগার উদ্বোধন হয়েছে। কেবল সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে নয়, মানবিক ও নৈতিক শিক্ষা সম্পন্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা শিক্ষিকা সুমনা আক্তার শিমু এবং আলোকবর্তিকার আলোকচ্ছটাদের উদ্যোগে সোমবার দুপুরে এ পাঠশালা ও পাঠাগারের উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও সুধীবৃন্দ। এসময়, আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা সুমনা আক্তার শিমু সংগঠনটির অতিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন। এদিন বিকেলে আলোকবর্তিকার উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকায় ৫০ জনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।