রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধ করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন শাহজাদপুরবাসী।
জানা গেছে, শাহজাদপুর থানা পুলিশের টিম নিয়ে শাহজাদপুরে বেসরকারি চারটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় শাহজাদপুর ডাকবাংলো পাড়ার মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, করতোয়া ব্রিজের পূর্বপাড়ের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া প্রত্যাশা ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের ডায়াগনস্টিক লাইসেন্স থাকলেও তা নবায়ন না থাকা এবং হাসপাতালের কোনো লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শারমিন আলম।
তিনি আরো জানান, শুধুমাত্র লাইসেন্সের জন্যে আবেদন করে ক্লিনিকগুলো কার্যক্রম শুরু করেছিল। কিন্তু এখনো চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করে বন্ধ করা হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন না করায় উপজেলার নুকালীতে অবস্থিত ট্যাংকলরি সমবায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন