চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রীর নাম মুহাম্মদ মিজান উদ্দিন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি।
শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন মিজান।
তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা।
একজন কর্মকর্তা জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।