Friday , 29 March 2024
শিরোনাম

শিক্ষকদের হেনস্তার ঘটনায় ইউনিসেফের উদ্বেগ

দেশের বিভিন্ন এলাকায় শিক্ষকদের ওপর হামলা-হত্যা-হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ। এছাড়া শ্রেণিকক্ষে ‘ভীতিমুক্ত পরিবেশে পাঠদান’নিশ্চিত করার আহ্বান জানান সংস্থাটি।

বুধবার এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এসব জানান।

বিবৃতিতে বলা হয়, শিক্ষকের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।

ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট তার বিবৃতিতে বলেন, বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে।

পাশাপাশি শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালন করার জন্য, শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটানো এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে পারার সুযোগ দিতে হবে।

Check Also

‘ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি’

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x