ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই- মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সোনারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণসম্মতি চেয়ে লিফলেট বিতরণ ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব

শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট

সাংবাদিক
রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার পর রাজধানীর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল সড়ক ও ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ অবরোধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইন্দিরা রোডের মুখে যানবাহন ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইন্দিরা রোডের র‌্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাফিক পুলিশ জানায়, বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় ওই এলাকায় আসা-যাওয়া এবং বাংলা কলেজের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে সড়কে বসে পড়েন। এতে ওই এলাকাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের ব্যস্ত সময়ে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বোঝানো হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৫০৮ Time View

শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট

আপডেটের সময় : ০৯:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার পর রাজধানীর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল সড়ক ও ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ অবরোধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইন্দিরা রোডের মুখে যানবাহন ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইন্দিরা রোডের র‌্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাফিক পুলিশ জানায়, বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় ওই এলাকায় আসা-যাওয়া এবং বাংলা কলেজের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে সড়কে বসে পড়েন। এতে ওই এলাকাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরের ব্যস্ত সময়ে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বোঝানো হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হবে।