ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে সর্বশেষ ভাষণে শুক্রবার বলেছেন, তিনি শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার আশা করছেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের গতি খুব ধীর।
ভাষণে ভোলোদিমির জেলেনস্কি বলেন, তিনি ইইউ কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে কথা বলেছেন এবং ইইউ সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনের দ্রুত নিষ্পত্তি আশা করছেন।
জেলেনস্কি জানান, ফন ডার লেয়েন ‘প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইইউতে ইউক্রেনের যোগ দেওয়ার গতি ত্বরান্বিত করতে সম্ভাব্য সবকিছু করবেন’।পশ্চিমাদের সামরিক সাহায্য প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা আবার কিছু পশ্চিমা নেতাকে মনে করিয়ে দিচ্ছি, ইউক্রেন উন্নত অস্ত্র না পেলে তা তাদের জন্য নৈতিক পরাজয় হবে। ’ সূত্র: এএফপি