মোঃ জিলহাজ বাবু ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । সোমবার ২৫ জুলাই ২০২২ রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে । স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্র জানায়, রাত ৮ টার দিকে মহাসড়কের পাশে দুই জন যাত্রী সহ দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক । ঘটনাস্থলেই ১ জন নিহত ও অপর জন আহত হয় । নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো: আলম হোসেনের ছেলে ডালিম হোসেন (৩০) । আহত ব্যক্তি একই এলাকার মো: দুরুল হোদার ছেলে মো: শামীম রেজা (৩০) । শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে । আহত ব্যক্তিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।