মোঃজিলহাজ বাবু
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে একজনকে ৭৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব ৫ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ০৩ আগস্ট দুপুরে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৪৫ বোতল ফেনসিডিলসহ জসিমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য,জসিম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সাথে বেঁধে সংরক্ষণ করে রেখেছিল। জিজ্ঞাসাবাদে জসিম দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিয়ারপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ওরফে কালু (৩০)
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।