শিমুলিয়ায় ওয়ার্ডের উন্নয়ন ও সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণে শিমুলিয়া ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিকল্পনা ও সমস্যা সমাধানের লক্ষ্যে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ০৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ০৭ নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুর রহমান খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের (০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ড) মহিলা সদস্য জনাবা মমতাজ বেগম। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পারুলী আক্তার ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পেয়ারী আক্তার। ৩নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ হিলারী, ৫নং ওয়ার্ড সদস্য মো. মানিক,৬নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান, ৯ নং ওয়ার্ড সদস্য মো. হেলাল সহ উপস্হিত ছিলেন,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় উপস্থিত সকলের বক্তব্যের প্রতি সম্মতিজ্ঞাপন করনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনগণের চাহিদা ও মতামতকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও ওয়ার্ডের সমস্যা গুলো সমাধানের জন্য ব্যাবস্হা গ্রহণ করে উপজেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ রোধ সহ মাদকের বিষয়ে জনগণের উত্থাপিত সমস্যাগুলো শিগগিরই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সকলের সমস্যার কথা গুলো শুনে নোট করেন ইউনিয়ন পরিষদের সেক্রেটারি/সচিব মো. শরিফুল ইসলাম।
এসময় এলাকাবাসী সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা এবং মাদক ও কিশোর গ্যাং দমনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ওয়ার্ড সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।