Friday , 29 March 2024
শিরোনাম

শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়াল সেনা পরিবার কল্যাণ সমিতি

ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় বৃদ্ধ ও এতিম শিশু এবং অসহায় ও দুস্থ দেড় হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস), সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই শীতবস্ত্র বিতরণ করেন।

আইএসপিআর জানায়, নুরজাহান আহমেদ সেনা পরিবার কল্যাণ সমিতির এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। এছাড়া এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানান।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী ও সহ-সভানেত্রী, সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী, সহ-সভানেত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যগণ, অফিসার, অন্যান্য পদবীর সেনাসদস্যরা, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x