ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপার শিকলবন্দী নাজনীনের দায়িত্ব নিলেন তারেক রহমান

জাহিদুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজমিন খাতুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার আনন্দনগর গ্রামে অসহায় এ পরিবারটির সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় পরিবারটির হাতে নগদ অর্থ ও তারেক রহমান সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানানো হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়াও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারটির নিকট তারেক রহমাননের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৪০টি জেলার বিভিন্ন অসহায় ও জুলাই যুদ্ধে আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধী নাজনীনের পাশে এসে দাঁড়ালেন। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তার কাজ চলমান রাখবেন তারেক রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছে। তার পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। এছাড়াও নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে এসে দাঁড়ানোই পরিবারটির মুখে হাসি আর মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশার আলো জ্বলেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৫০৬ Time View

শৈলকুপার শিকলবন্দী নাজনীনের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেটের সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজমিন খাতুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার আনন্দনগর গ্রামে অসহায় এ পরিবারটির সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় পরিবারটির হাতে নগদ অর্থ ও তারেক রহমান সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানানো হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়াও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারটির নিকট তারেক রহমাননের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৪০টি জেলার বিভিন্ন অসহায় ও জুলাই যুদ্ধে আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধী নাজনীনের পাশে এসে দাঁড়ালেন। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তার কাজ চলমান রাখবেন তারেক রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের দিনমজুর নাসির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছে। তার পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। এছাড়াও নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে এসে দাঁড়ানোই পরিবারটির মুখে হাসি আর মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশার আলো জ্বলেছে।