শোকাবহ আগস্ট ২০২২ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগে আলোচনা সভা, দেয়ালিকা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ(২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়াম ভবনের
আই কিএসি রুমে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম।বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি,নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ফিরোজ আহমেদ।
আয়োজনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শোকাবহ আগস্ট উপলক্ষে দেয়ালিকা শোকাগ্নি এর উন্মোচন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম।এছাড়াও কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম,উপ উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি,নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, সহযোগী অধ্যাপক ড.আরিফুর রহমান,প্রভাষক ড.অতুন সাহা।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের এই আয়োজনকে সাধুবাদ জানান উপাচার্য।তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞানার্জন ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে নিজ নিজ কাজ যথাযথভাবে করার মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।