শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক মানিক সরকারকে বিদায়
রংপুর ব্যুরোঃ সাম্প্রদায়িকতা ও স্বৈরাচার বিরোধি আন্দোলনের সৈনিক, নিবেদিত সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও ছড়াকার প্রয়াত মানিক সরকার মানিককে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানিয়েছে রংপুরের সর্বস্তরের মানুষের। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সোয়া দুইটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রংপুর প্রেস ক্লাব চত্বরে আনা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
মানিক সরকার মানিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সহকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়েছিলেন। হঠাৎ করে গুণী এই সাংবাদিক ও সংগঠনের মৃত্যুতে সবাই ছুটে এসেছিলেন শেষবারের মতো বিদায় জানাতে।
সেখানে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু, মহানগরের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম-আবুল কাশেম, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুননুনসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর. জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ছাত্রলীগ, রংপুর প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মাহিগঞ্জ প্রেস ক্লাব, , টিভি-ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ)সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
আরো শ্রদ্ধা জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী, বিভাগীয় লেখক পরিষদ, বাংলার চোখ, পদাতিক, কালীবাড়ি মন্দির কমিটি, রাধাগোবিন্দ মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনসহ ব্যক্তি ও প্রতিষ্ঠান।