শ্রীনগরে জোর পূর্বক বিরোধ পূর্ণ জলাশয় ভরাটের পায়তারা।
শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
শ্রীনগরে জোর পূর্বক একটি বিরোধ পূর্ণ জলাশয় ভরাটের পায়তারার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর রাঢ়ীখাল গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে এক পক্ষের মালিক মোজাম্মেল হক বিপ্লব শুক্রবার রাতে শ্রীনগর থানায় সাধারন ডাইরী করেছেন ।
সাধারণ ডাইরীর বাদী মোজাম্মেল হক বিপ্লব বলেন, আমার মালিকানাধীন এই পুকুরটিতে আমি দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গত শুক্রবার সকাল ৯ টার দিকে জোর করে পুকুরটিতে বালু ভরাট করার উদ্দেশ্যে অপর পক্ষ বাঁশ দিয়ে ঘিরতে শুরু করে। আমি বাধা দিতে গেলে দখল প্রচেষ্টার সাথে জড়িত জহিদুল ইসলাম তার লোকজন নিয়ে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে মারতে তেরে আসে। নিরুপায় হয়ে আমি ৯৯৯ এর কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে কাজে বাধা দেয়। মোজাম্মেল হক আরো বলেন, পুকুরটিতে ওই পক্ষের মালিকানা থাকলেও তা বাটোয়ারা না করেই নিজের পছন্দমতো সাইড বেছে ভরাট করার চেষ্টা করছে।
এব্যাপারে জাহিদুল ইসলামের স্ত্রী জানান, পুকুরটি এজমালি। এর ভাগ বাটোয়ারা নিয়ে গ্রাম্য সালিশের দিন তারিখ ঠিক হলেও মোজাম্মেল হক বসেন না।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে সাধারণ ডাইরীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।