এইচ. আই লিংকন, মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাঘড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল উপজেলা বাগমারা ইউনিয়নের খেলার মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইমাম হাসান রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রানকৃষ্ণ এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আল মাহমুদ বাবু সভাপতি মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন সাধারণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল বেপারী, আলম শেখ ও মোরসেদ শেখ প্রমুখ।