শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন সাভারের ইসমাইল হোসেন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা অর্জন করেছেন সাভার জোন-০৪ এর স্বেচ্ছাসেবক মো. ইসমাইল হোসেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রূপগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় দেশের আটটি বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। সকাল ৯টায় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সকাল ১০টায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।
অনুষ্ঠানে মহাপরিচালক সারা দেশ থেকে বাছাইকৃত মোট ২২ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা তুলে দেন। এ তালিকায় সাভার জোন-০৪ থেকে নির্বাচিত হন মো. ইসমাইল হোসেন। তার অবদানের প্রশংসা করে মহাপরিচালক বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের সাহস, নিষ্ঠা ও মানবিক ভূমিকা দেশের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া উপভোগ করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের কাজকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি করে।” এসময় তিনি বিশ্বব্যাপী সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের অভ্যর্থনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।



























