ইমাম হোসেন।
আমি প্রায় প্রায়ই একটা কথা শুনি IELTS টেস্টটি নিলেই নাকি স্কলারশিপ পাওয়া যায় অথবা বিদেশ চলে যাওয়া যায়। কথাটি আসলে সত্য না, বাকি ক্রাইটেরিরার মতো IELTS ও একটি। IELTS হলো একটি ইংরেজি ভাষার দক্ষতার টেস্ট। যার পূর্ণরূপ হলো : International English Language Testing System। আপনি বিদেশে গিয়ে আদৌ ইংরেজি ভাষায় অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন কী না, এজন্য আপনার প্রাপ্ত স্কোরটি ভূমিকা পালন করে। IELTS টেস্টটি নিতে অ্যারাউন্ড ২৫০ আমেরিকান ডলার লাগে। ২০১৮ সালে ৩.৫ মিলিয়নের ও বেশি মানুষ IELTS টেস্টটি নেন।
ঘরে বসে নিজে প্রস্তুতি নিয়ে কী IELTS – এ ভালো করা যায়? :
এই প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ। মানুষ নিজেই তার নিজের সবচেয়ে বড় শিক্ষক। টেস্টটি আমি যবে নেবো বলে সিন্ধান্ত নিয়েছি তার কয়েক মাস আগ থেকে প্রস্তুতি নিলেই ভালো করা সম্ভব।
কীভাবে প্রস্তুতি নিতে পারি?:
IELTS এর ৪ টি সেকশন থাকে, যথাক্রমে – Reading, Writing, Speaking এবং Listening। এই ৪টি সেকশনের মধ্যে একটি তে ও যদি পয়েন্ট কম আসে তাহলে মোট স্কোর অনেকটা কমে যায়।
স্পিকিং টেস্ট:
আমাদের দেশের অধিকাংশ মানুষই স্পিকিং পার্টটিতে ভীষণ ভয় পেয়ে যায়। আমাদের প্রধান ভাষা ইংরেজি না হওয়ায় ছোটবেলা থেকেই আমরা যেই পরিবেশে বড় হই সেখানে ইংরেজির ব্যবহার তেমন লক্ষ্য করা যায় না। এক্ষেত্রে সমাধান কি হতে পারে?
আমি ক্লাস সেভেন / এইট থেকেই ইংরেজি পাবলিক স্পিকিং এবং ইংরেজি উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করতাম, পরবর্তীতে এটা আমাকে অনেক সাহায্য করেছে। কথায় ফ্লুয়েন্সি আনার জন্য ইংরেজি বিতর্ক, পাবলিক স্পিকিং, উপস্থিত বক্তৃতা, স্টোরি টেলিং এসব বেশ ভালো পন্থা হতে পারে। টেস্টের সময় অনেকেই নার্ভাস হয়ে যান, যেটা একদমই হওয়া যাবে না, কনফিডেন্ট হতে হবে কিন্তু ওভারকনফিডেন্ট হওয়া যাবে না। ইংরেজি তে কথা বলার সময় কনফিডেন্স আনার জন্য আপনি আগে থেকেই প্র্যাক্টিস শুরু করতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজের সাথে নিজে ১০ থেকে ২০ মিনিট ইংরেজি তে কথা বলুন। দৈনন্দিন জীবনে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, প্রত্যেকটি কাজ করার সময় চেষ্টা করুন ইংরেজি তে কথা বলার। একজন ইংরেজি তে কথা বলার পার্টনারের এক্ষেত্রে বিকল্প নেই।
রিডিং টেস্ট:
সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা ইংরেজি পরীক্ষায় প্যাসেজ পেয়েছি। IELTS-এ ও প্যাসেজ থাকবে ৩ টি। রিডিং টেস্টটি দেয়ার সময় মাথায় রাখতে হবে, প্যারাফ্রেজিং থেকে synonyms- উত্তর হিসেবে লেখা থেকে বিরত থাকতে হবে। ইংরেজি বই, ম্যাগাজিন, গাইডলাইন, বিজ্ঞাপন, হ্যান্ডবুক ,জার্নাল পড়লে রিডিং টেস্টে ভালো করা সম্ভব। আগে থেকেই গুগলে সার্চ করে আপনি IELTS এর প্যাসেজ নিয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন।
রাইটিং টেস্ট:
আমি স্কুল এবং কলেজে কখনো রাইটিং পার্টগুলো পরীক্ষার জন্য মুখস্থ করিনি, এমনকি চোখ বুলিয়েও যাইনি, আমি সিলেবাস ও দেখতাম না যে কি কি আছে। পরীক্ষায় যা আসতো ইন্সট্যান্ট লিখে দিতাম। আমি ছিলাম রাইটিং পার্ট সাপ্লায়ার স্কুলে, পুরো রাইটিং পার্টটিই সবাই আমার লেখা দেখে লিখতো। আমি ভীষণ খুতখুতেও ছিলাম, সবাই এক কমপোজিশন, লেটার, ই-মেইল, ডায়লগ, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি ইত্যাদি লেখার ফলে নাম্বার কম আসার ভয়ে প্রায়ই হাতে সময় থাকে কেটে দিয়ে আবার নতুন করে লেখার চেষ্টা করতাম। এই যে নিজের মতো করে সৃজনশীলভাবে লিখতে পারার শক্তি আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আপনি ও ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাক্টিস করুন। বন্ধুকে চিঠি লিখুন ইংরেজি তে, সারাদিনের সবকিছু ডায়েরি তে লিখুন ইংরেজি তে, হুটহাট যেকোনো টপিক নিয়ে লিখে ফেলুন। এতে রাইটিং সেকশনে আপনার সহায়তা হবে। IELTS এর রাইটিং পার্টের Essay টি লেখার সময় আপনাকে লজিক্যাল থাকতে হবে ; এক্ষেত্রে আপনি আগে থেকেই ভোকাবুলারি ও প্র্যাক্টিস করবেন।
লিসেনিং টেস্ট:
লিসেনিং টেস্টে ভালো করার ক্ষেত্রে বিবিসি, সিএনএন এবং বিভিন্ন ইউটিউব ভিডিও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতে ঘুমানোর আগে পডকাস্ট শোনার অভ্যাস করুন, তারা কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। সেখান থেকেই হাইলাইটেড টপিক গুলো খুঁজে বের করার চেষ্টা করুন।
বিভিন্ন সোর্চ :
আপনার IELTS টেস্টটি নেয়ার আগে মক টেস্ট দিন এতে বুঝতে পারবেন আপনি কতটুকু প্রস্তুত হতে পেরেছেন। এছাড়াও ইংরেজি সাবটাইটেলসহ সিরিজ, সিনেমা দেখুন।
RealLife English এর পডকাস্ট গুলো শুনতে পারেন। আমি লিংক যুক্ত করে দিচ্ছি চ্যানেলের – https://youtube.com/@RealLifeEnglish1?si=zUko3k7UEQcIC2
IELTS Liz চ্যানেলটিও বেশ কার্যকরী (https://youtube.com/@ieltsliz?si=8cWZpMW7oqpbliqR)
আমি ছোটবেলায় ইন্টারনেট অ্যাকসেস পাইনি, টেলিভিশন, নিউজপেপার কিংবা বইয়ে নতুন শব্দ পেলে অর্থ খুঁজে বের করার চেষ্টা করে দেয়ালে অথবা বাসার শোকেসে কাঠে লিখে রাখতাম। এখন যুগ বদলেছে ; ঘরে ঘরে ইন্টারনেট অ্যাকসেস, চাইলেই ভোকাবুলারি শিখে ফেলা যায়, শব্দের ভান্ডার যতবেশি সমৃদ্ধ এবং মজবুত হবে ততবেশি ভালো করতে পারবেন। নিজের ভেতরের শক্তি কে খুঁজে বের করার চ্যালেঞ্জ আজই নিয়ে নিন।