বিএনপির ডাকা ষষ্ঠ দফায় দুইদিনের অবরোধ কর্মসূচী (২২ থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত) চলাকালে ৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৭টি যানবাহন পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ চলাকালে ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগ ৩ টি (সাভার, বালিয়াকান্দি, গাজীপুর), রাজশাহী বিভাগে ১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট ও ৬৩ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আজ বৃহস্পতিবার ৬টা পর্যন্ত ২০৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে সংস্থাটি।