‘সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির প্রতিশব্দ বিএনপি-জামায়াত অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি’ শিরোনামে বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১১টা থেকে বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ।
সমাবেশে বক্তব্যকালে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে।
সাদ্দাম বলেন, রাজনীতির একটি সুষ্পষ্ট কাঠামো রয়েছে, ভোটাধিকার রয়েছে, নির্বাচন রয়েছে, সাংবিধানিক কাঠামো রয়েছে। যারা এসবকে দুমড়ে-মুচড়ে দিয়ে ব্যাকডোর ডিপ্লোম্যাসির আশ্রয় নেয়, যারা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির আশ্রয় নেয় তাদেরকে (বিএনপি) ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে হবে আমাদের। অন্যথায় আগামীতে আমাদের গণতন্ত্র নিরাপদ থাকবে না।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যারা রাজনীতি করার নামে ৫০০ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, তিন হাজারের বেশি মানুষ এখনো অগ্নিদগ্ধের যন্ত্রণা নিয়ে দিনাতিপাত করছে। যারা সিভিলিয়ান স্যাবোটেজ করে। তাদের রাজনীতি করার অধিকার পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে রয়েছে কিনা আমরা শাহবাগ চত্বর থেকে এই প্রশ্ন উত্থাপন করতে চাই।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।
কেন্দ্রীয় অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, গভ. অ্যাপ্লাইড সায়েন্স কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নেয়।