Thursday , 28 March 2024
শিরোনাম

সরকারি খরচে আইনি সহায়তা পেতে বোরহানউদ্দিনে লিগ্যাল এইড কমিটির সভা

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক আর্থিকভাবে অসচ্ছল,সুবিধাবঞ্চিত, অসহায় জনগণকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে,গরিব দুঃখির মামলার ব্যয় শেখ হাসিনা সরকার দেয় এই স্লোগানে সামনে রেখে বোরহানউদ্দিন উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ জুন রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল । প্রধান অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল এমপি বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী এ পদক্ষেপের কারণে সুবিধা বঞ্চিত মানুষ সরকারি খরচে খুব সহজে এখন বিচার পাচ্ছেন। ভোলা জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক বলেন,বিচারপ্রার্থী অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি সমগ্র জেলার প্রতিটি উপজেলা ও প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং জেলা লিগ্যাল এইড কর্মকতা সিনিয়র সহকারী জজ সাব্বির মোঃ খালিদ। এসময় আরো বক্তব্য রাখেন ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি,পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,দৌলতখান উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,হাসান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী প্রমুখ। সভায় বিভিন্ন কোর্টের বিচারক,নির্বাহী ম্যাজিস্ট্রেট,রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ইতোপূর্বে ভোলা জেলার প্রতিটি উপজেলায় উদ্বুদ্ধকরণ সভা, স্কুল, কলেজ ও মাদ্রাসা ভিত্তিক শিক্ষামূলক সেশন, প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে শুদ্ধাচার প্রশিক্ষণ হয়। এ ছাডাও, ৭০টি ইউনিয়ন ভিত্তিক ধারাবাহিক মাসিক কর্মসূচি, মামলা বিষয়ক গণশুনানি ও নিয়মিত মাসিক সভা হচ্ছে।

Check Also

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৫ ফেরি ও ২০ লঞ্চ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x