ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সোনারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণসম্মতি চেয়ে লিফলেট বিতরণ ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন নজরুল ইসলাম আজাদ মতলব উত্তরে পুলিশের সফল অভিযান – সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৭ প্রতিষ্ঠানে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নাগরিক পার্টি এন সি পি সেলাঙ্গর এর আঞ্চলিক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

সাংবাদিক

সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থ বিভাগের দেওয়া চিঠিতে জানানো হয়, দেশের সব সরকারি হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবন্ধিত রোগীদের এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রোগ নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যেন রোগীরা বিনা খরচে পেতে পারেন, সে লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগ নির্ণয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫ রোগী 
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৪০ বছর। তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪৩ জনের প্রাণ গেল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন; মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের। মার্চে আক্রান্ত হন ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুনে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে আক্রান্ত ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। আগস্টে আক্রান্ত ১০ হাজার ৪৯৬ জন ও মৃত্যু ৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৮৫৭ Time View

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

আপডেটের সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থ বিভাগের দেওয়া চিঠিতে জানানো হয়, দেশের সব সরকারি হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবন্ধিত রোগীদের এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রোগ নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যেন রোগীরা বিনা খরচে পেতে পারেন, সে লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগ নির্ণয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫ রোগী 
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৪০ বছর। তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪৩ জনের প্রাণ গেল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন; মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের। মার্চে আক্রান্ত হন ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুনে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে আক্রান্ত ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। আগস্টে আক্রান্ত ১০ হাজার ৪৯৬ জন ও মৃত্যু ৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের।