Friday , 19 April 2024
শিরোনাম

সরকার আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে সহায়তা করবে না

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে সরকার আর কোনো সহায়তা দেওয়ার পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, এ সংস্কৃতি বন্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের করের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে সরবরাহ করা বাংলাদেশে দীর্ঘদিনের একটি প্রবণতা। তবে, সরকারের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার কোনো পরিকল্পনা নেই।

অর্থমন্ত্রী বলেন, এর পরিবর্তে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তাদের ব্যবসায়িক মডেল ঢেলে সাজিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দিচ্ছি।

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x