সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহ্ আল-আমিন আমানত
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কৃতি সাংবাদিক শাহ্ আল-আমিন আমানত সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ও গণমাধ্যমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সহ-সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর শাহ্ আল-আমিন আমানত বলেন, “গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করতে চাই। অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।”
তিনি আরও উল্লেখ করেন, সঠিক তথ্য পরিবেশনে অনলাইন সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে পেশাগত মান রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে তার এই পদপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে কুমিল্লার সাংবাদিক সমাজসহ সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, শাহ্ আল-আমিন আমানতের নেতৃত্বে অনলাইন সাংবাদিকদের স্বার্থরক্ষা এবং অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।