এম,এ,রাজ্জাক- সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় জালানী তেলের পাইকারী বিক্রেতার ডিপোতে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার হরগজ মোড় এলাকায় মেসার্স রাকিব এন্টারপ্রাইজ এ ঘটনা ঘটে। সাটুরিয়া ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ঘন্টা প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় সারা উপজেলা জুরে কয়েক ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকে। ততক্ষনে প্রায় শতাধীক জালানী তেল ভর্তি ড্রাম আগুনে পুড়ে যায়। পাশের রাইচ মিল, বিদ্যুতেরসামগ্রী,কয়েকটি গাছ পড়ে ক্ষতিগ্রস্থ হলেও রক্ষা পেয়েছে ছোট্র বাজারের অন্য দোকানগুলো। দোকান মালিকের তথ্য মতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
ঘটনার সত্যতা জানিয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো.মজিবর রহমান শিকদার বলেন, ধারনা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতপ পারে। অবস্থা বেগতিক দেখে মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতা নিয়ে ৪টি ইউনিট একসাথে অভিযান চালানো হয়। ২/১জন সামান্য আহত হলেও গুরুতর আহত হয় নি কেউ।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.আ.মজিদ ফটো অগ্নিকান্ডের ঘটনা স্থল পরিদর্শন করে রাতেই খুজ খবর নেন