সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া থানা সুত্রে জানা যায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই মোঃ ছালামত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করতঃ গাড়ী তল্লাশি করিয়া (৩১ অক্টোবর) দুপুর ০২.০৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল (৩০) সে চট্রগ্রাম জেলার পটিয়া থানার ছনহরা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড মৌলভীপাড়ার ইউসুফের বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
২। মোঃ শাকিল (২০) সে কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের ০৩নং ওয়ার্ড আবু ছালাম মেম্বার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। ১৬০০ (একহাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-৪৪, তাং-৩১/১০/২২ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদআবদুলহান্নানবলেনগ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।