সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্রগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে যান চলাচলের রাস্তায় অবৈধভাবে দখলের অপরাধে ১০ হাজার টাকা,
দোকানের সামনে অতিরিক্ত জায়গা অবৈধভাবে দখলের অপরাধে ৪ টি দোকানে দন্ডবিধি ১৮৬০ আইন অনুযায়ী মোট ৪০হাজার টাকা এবং
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ টি দোকানে ৪৩হাজার টাকা সহ মোট ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ(১৫ জানুয়ারী) রবিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত জরিমানা আদায় করা হয়। জানা যায়, আজ রবিবার উপজেলার ঢেমশা,কেঁওচিয়া ও কালিয়াইশ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদাালত পরিচালিত হয়। এ সময় ঢেমশা ইউনিয়নের নাপিতার চর এলাকার যান চলাচলের রাস্তায় অবৈধভাবে দখলের অপরাধে ১০০০০ টাকা, কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার দোকানের সামনে অতিরিক্ত জায়গা অবৈধভাবে দখলের অপরাধে ৪ টি দোকানে দন্ডবিধি ১৮৬০ আইন অনুযায়ী মোট ৪০০০০ এবং কেরানীহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ টি দোকানে ৪৩০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
উক্ত অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রামসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহুরা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।