Thursday , 28 March 2024
শিরোনাম

সাতকানিয়ায় মুক্তিযুদ্ধের সংগঠক আবু ছালেহের করব জেয়ারত শেষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির শ্রেষ্ঠ সন্তান এম এন এ আবু ছালেহ আমৃত্যু অসাম্প্রদায়িকতা লালন করেছেন। তিনি লোভ-লালসা এবং সমস্ত প্রলোভনের ঊর্ধ্বে থেকে রাজনীতিকে জনসেবা হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অকুতোভয় সৈনিককে হারিয়েছে।তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি গতকাল (শুক্রবার) দুপুরে সাতকানিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ইছামতীরকূল নিবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এন এ আবু ছালেহ এর কবর জেয়ারত শেষে এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মো.জাফর আলম, সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জোবায়ের, সাবেক ছাত্রনেতা মো.আইয়াজ, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। বক্তব্যের আগে বিপ্লব বড়ুয়া ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x