সাপ্তাহিক ও স্বাধীনতা দিবস মিলিয়ে সারা দেশে শুক্র ও শনিবার পালিত হচ্ছে ছুটি। যার ছাপ পড়েছে ঢাকা থেকে দক্ষিণমুখী যাতায়াতে।
দুদিনের ছুটি ও নাব্যতার সংকটে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
শুক্রবার রাত থেকেই অতিরিক্ত যাত্রীবাহী বাস ও ছোট যানবাহনের চাপ বেড়ে যায়। এ কারণে পণ্যবাহী ট্রাক আটকে রেখে নৈশ কোচ ও ব্যক্তিগত যানবাহন পারাপার করা হয়। কিন্তু সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে যানবাহনের সংখ্যা। সকাল ৯টা নাগাদ পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ ব্যবস্থাপক ( বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০টি ফেরি দিয়ে যানবাহন পারা করেও ঘাট এলাকায় যানজট এড়ানো যাচ্ছে না।পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার দিকে পাটুরিয়া প্রান্তে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন মিলে দুই শতাধিক ও পণ্যবাহী ট্রাক মিলে ছয় শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।