দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্টে বাংলাদেশ সফলতা আসেনি এক যুগেরও বেশি সময়। অবশেষে দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে। তবে তা মন ভরিয়েছে আর্জেন্টিনার। তাই আনিসুর রহমান জিকোদের অভিনন্দন জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (আফা)।
তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশকে এই অভিনন্দন জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। যেখানে একটি পোস্টারে মেসি, ডি মারিয়া ও আলভারেজদের সঙ্গে দেখা গেছে শেখ মুরসালিনদের।
ফেসবুক ছবির ক্যাপশনে আফা লিখেছে, ‘অদম্য শক্তি ও উন্নয়নশীল চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেমিফাইনালে খেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। লেবাননের সঙ্গে ২-০ গোলে হেরে যায় তারা। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে শুরুতে গোল হজম করে বসে। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তারা। তারপর তাদেরকে ও ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।
সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দারুণ খেলেছিল তারা। তবে শেষ মুহূর্তে গোল হজম করে ফেলে নিজেদের ভুলে। তাই হতাশার হার নিয়ে শেষ হয় সাফ অভিযান।