সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব।
মাহবুব তালুকদার নানান গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য পরিবার তাকে বিদেশে নিয়ে যেতে চাইলেও তার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী ছিল না। গত ১৬ জুলাই থেকে মাহবুব তালুকদার ইউনাইটেড হাসপাতালের মেডিসিন প্রফেসর ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন ছিলেন।২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদারকে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।