সাবেক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সাবেক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার ( ৩০-০৮-২০২৫) বিকাল ৫ ঘটিকার সময় বড়াইগ্রাম থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিজ বাড়ি হতে গ্রেফতার হন তিনি। আত্মগোপনে থাকা আওয়ামী নেতা বাড়িতে আসা মাত্রই গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতার করে উক্ত আওয়ামী নেতাকে বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়।
বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু ও আলম খুনের অন্যতম আসামি আওয়ামী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু।
৫ ই আগস্ট অভুত্থানের দিন বিএনপি ও জামাত নেতা কর্মীদের ওপর বর্বররচিত হামলা চালানো হয় যার একাংশের নেতৃত্ব ছিলেন আওয়ামী নেতা বাবলু। উক্ত হামলার পরিপ্রেক্ষিতে বড়াইগ্রাম থানায় দুইটি মামলা করা হয় । কিন্তু আসামিরা এ পর্যন্ত গ্রেফতার হয়নি।
মোয়াজ্জেম হোসেন বাবলুর গ্রেপ্তারে বিএনপি জামাত ও এনসিবির নেতাকর্মী সমর্থকরা সন্তুষ্টি প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে বিএনপি নেতা কর্মীরা তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের নিকটে আহব্বান জানিয়ে আসছেন।
বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঙ্গে কথা বলে জানা যায় যে, সকল আসামীরাই নিজ এলাকায় আত্মগোপনে রয়েছেন। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার এখনো চালিয়ে যাচ্ছেন। প্রশাসন ইচ্ছা করলেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে পারেন। কিন্তু কেন নীরব ভূমিকায় রয়েছেন তা আমার জানা নেই। তিনি আরো বলেন, আওয়ামী সরকারের দোসররা ষড়যন্ত্রের বিভিন্ন জাল বুনে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। তাই তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমি প্রশাসনের নিকট আহ্বান জানাই।