সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম ভোলা ২ আসনের প্রতিটি মানুষের কথা ভাবেন- মাফরুজা সুলতানা
ভোলার বোরহানউদ্দিনে আগামী সংসদ নির্বাচনে ভোলা ২ আসনের সাবেক সংসদ হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার লক্ষ্যে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনি প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট শনিবার বিকালে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
সভায় প্রধান অতিথি মাফরুজা সুলতানা প্রথমেই ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও সার্বিক খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই গঙ্গাপুর ইউনিয়ন এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের ভাগিনা-ভাতিজারা রাজত্ব করেছে,তারা আমাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে,মামলা দিয়েছে,ঘর বাড়ি ভাঙচুর করেছে,অসহায়-মানুষের ঘরবাড়ি লুটপাট করেছে,আগুন দিয়ে পুড়িয়েছে কিন্তু ৫ ই আগস্ট এর পরে আমরা এরকম কিছু করিনি,আমরা প্রতিশোধ নিইনি কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না,বিএনপি গণমানুষের দল এই গঙ্গাপুর ইউনিয়ন বর্তমানে শান্তিতে রয়েছে কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে রুখে দিতে হবে,আপনারা দেখেছেন বোরহানউদ্দিন-দৌলতখানে হাফিজ ইব্রাহিম যখন এমপি ছিলেন,মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই শুরু হয় লুটপাট,আমরা লুটপাটে রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি,আপনারা আগামী সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমকে জয়ী করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন,হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটের নির্বাচিত করে আমরা আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই বলে মন্তব্য করেন বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা,হাফিজ ইব্রাহিমের বিকল্প বোরহানউদ্দিন ও দৌলতখানে কেউ ছিলেন না আর বর্তমানেও নেই কারণ একমাত্র সাবেক সংসদ হাফিজ ইব্রাহিমই মানুষের জন্য কাজ করে যায়,বোরহানউদ্দিন ও দৌলত খানের প্রতিটি মানুষের কথা ভাবে,তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ায় তাই তার বিকল্প হিসেবে হাফিজ ইব্রাহিম নিজেই রয়েছেন বলে মন্তব্য করেন সভানেত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,মনজুরুল আলম ফিরোজ কাজী,শহিদুল আলম নাসিম কাজী প্রমুখ।