Thursday , 18 April 2024
শিরোনাম

সারা দেশে ২০রমজান পর্যন্ত সাড়ে চার লক্ষাধিক মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

মো. আহসানুল ইসলাম আমিন,স্টাফ রিপোর্টার : সারা দেশে ২০ রমজান পর্যন্ত সাড়ে চার লক্ষাধিক মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। গত ৩ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করতে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

যুবলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জানান, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী ৪লাকজ ৬৬হাজার ৫শত জন মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, লবণ, ২ প্রকারের সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।

যুবলীগের বিভিন্ন শাখা ভিত্তিক ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের তালিকা: কেন্দ্রীয় কমিটি-১০ হাজার, ঢাকা মহানগর উত্তর-১৫হাজার , ঢাকা মহানগর দক্ষিণ-১২হাজার (আগামী ২৫ এপ্রিল বড় কর্মসূচি রয়েছে), রংপুর-৩ হাজার, রংপুর মহানগর-৪হাজার গাইবান্ধা-৬ হাজার, কুড়িগ্রাম-৬ হাজার, ঠাকুরগাঁও-৭ হাজার, লালমনিরহাট-৩হাজার, নীলফামারী ২হাজার, পঞ্চগড়-২হাজার ৫শত, দিনাজপুর-৭হাজার, রাজশাহী-৩হাজার ৫শত, রাজশাহী মহানগর-২হাজার ৫হাজার, পাবনা-২০হাজার, সিরাজগঞ্জ-২হাজার, নাটোর-২হাজার, বগুড়া-১৭হাজার, জয়পুরহাট-৩হাজার, নওগাঁ-৫হাজার, চাঁপাইনবাবগঞ্জ-৩হাজার ৫শত, খুলনা-৫হাজার, খুলনা মহানগর-৯হাজার, যশোর-১২হাজার, ঝিনাইদহ-৬হাজার, মেহেরপুর-২হাজার ৫শত, কুষ্টিয়া-৬হাজার, মাগুড়া-৩হাজার, নড়াইল-২হাজার ৫শত, বাগেরহাট-৬হাজার, সাতক্ষীরা-৪হাজার, বরিশাল-১হাজার ৫শত, বরিশাল মহানগর-১হাজার, পটুয়াখালী-১৫হাজার, ভোলা-২হাজার, ঝালকাঠী-২হাজার, বরগুনা-৫হাজার, পিরোজপুর-৪হাজার, ঢাকা জেলা-৬হাজার, গাজীপুর-৫হাজার, গাজীপুর মহানগর-২০হাজার, মানিকগঞ্জ-১০হাজার, টাঙ্গাইল-১০হাজার, নরসিংদী-২হাজার, ব্রাহ্মণবাড়িয়া-৫হাজার, মুন্সিগঞ্জ-২হাজার, নারায়ণগঞ্জ-৬হাজার, নারায়ণগঞ্জ মহানগর-১হাজার, গোপালগঞ্জ-১হাজার২শত, শরীয়তপুর-১হাজার,মাদারীপুর-১হাজার, রাজবাড়ী-১হাজার, ফরিদপুর-৪হাজার, ময়মনসিংহ-৮হাজার, ময়মনসিংহ মহানগর-৬হাজার, জামালপুর-৬হাজার, নেত্রকোণা-৮হাজার, শেরপুর-২হাজার,  সিলেট-২হাজার, সিলেট মহানগর-৪হাজার, হবিগঞ্জ-৩হাজার, সুনামগঞ্জ-২হাজার ৫শত, মৌলভীবাজার-৬হাজার, কুমিল্লা মহানগর-৩হাজার৫শত, কুমিল্লা উত্তর-২হাজার৫শত, কুমিল্লা দক্ষিণ-২হাজার, চাঁদপুর-৬হাজার, লক্ষ্মীপুর-৭হাজার, নোয়াখালী-১০হাজার, ফেনী-২হাজার, চট্টগ্রাম মহানগর-৬০হাজার, চট্টগ্রাম দক্ষিণ-১২হাজার, চট্টগ্রাম উত্তর-৫হাজার, বান্দরবান-২হাজার, রাঙ্গামাটি-৪হাজার, খাগড়াছড়ি-৩হাজার, কক্সবাজার-৩হাজার।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ রমজানে পরিচালিত এ সহযোগিতা কার্যক্রম প্রসঙ্গে বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মণি আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ এদেশের যেকোনো ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষা ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী করোনা মহামারিতেও মানুষের পাশে রয়েছে যুবলীগ। পরিচিতি পেয়েছে মানবিক যুবলীগ হিসেবে। এই করোনার মহামারি যখন প্রকট আকার ধারণ করেছিল তখনই মানবতার ঢাল হয়ে দেশব্যাপী মানুষের পাশে ছিল যুবলীগ।

শেখ ফজলে শামস পরশ বলেন, লকডাউনের ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে, তখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ নেতাকর্মীরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। করোনা মহামারির এই দীর্ঘ সময়ে প্রায় ৮৬ লক্ষ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ। শুধু খাদ্য সহায়তাই নয়, করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা, সাধারণ মানুষের জন্য টেলিমেডিসিন সেবা, ফ্রি-অক্সিজেন ও ফ্রি-অ্যাম্বুলেন্স সেবা, করোনায় মৃত ব্যক্তির দাফন/সৎকারে সহায়তা করা এমনকি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতা এই পবিত্র মাহে রমজানেও ধরে রেখেছে যুবলীগ।

 

Check Also

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত রিয়াদ, ১৭ এপ্রিল, ২০২৪

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x