নিজস্ব প্রতিবেদক
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান (অবঃ) দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে বলেছেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রেক্ষিতে সবার আগে সশস্ত্র বাহিনীর মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। বাংলাদেশ আমাদের সবার, কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের ব্যক্তিগত চাহিদার খোরাক নয়।”
তিনি বলেন, “সুরক্ষা, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে গঠিত এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সবসময় দেশ ও জাতির পক্ষে কথা বলবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা, দক্ষতা এবং মনোভাবকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।”
এই সময় তিনি আরও বলেন, “বাংলাদেশের অগ্রগতির পথ যেন কোনো বিভাজন সৃষ্টি না করে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন রাজনীতি বা ব্যক্তি-স্বার্থ নয়, বরং দেশের সার্বিক স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়।”
উল্লেখ্য, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দেশের সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা জাতীয় উন্নয়ন ও সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।
সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে সামরিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।