Saturday , 22 June 2024
শিরোনাম

সিংগাইরে মেম্বার ও ইউপি সচিবের বিরুদ্ধে সেবা গ্রহীতার অর্থ আত্মসাতের অভিযোগ

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে টাকার বিনিময়ে দীর্ঘ এক বছরেও মেলেনি গর্ভবতী মায়ের ভাতার কার্ড। এছাড়া এ কার্ড প্রদানে আরো অতিরিক্ত অর্থ দাবীর অভিযোগও পাওয়া গেছে ইউপি সচিব ও মেম্বারের বিরুদ্ধে।

অভিযুক্তরা হচ্ছেন, উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ সচিব সেলিম মোল্লা ও ৬ নং ওয়ার্ড মেম্বার আজাদ।

সবশেষ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ইউপি সচিরে সঙ্গে যোগাযোগ করা হলে কার্ড পেতে আরো ৭-৮ মাস সময় লাগবে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে অভিযোগকারী সুজন টিকাদার বলেন, সচিব সেলিম মোল্লা ও আজাদ মেম্বার আমার গর্ভবতী ভাবীর কার্ড প্রদান না করে ৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। পড়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবী করেন তিনি।

ইউপি সচিব সেলিম মোল্লা বলেন, গত ডিসেম্বর মাসে যাচাই বাছাইয়ের মাধ্যমে তার মাতৃত্বকালীন কার্ড চূড়ান্ত হয়েছে। কার্ড দেয়ার নামে কোনো টাকা পয়সা নেয়া হয়নি।

আজাদ মেম্বার বলেন, গর্ভবতীর কার্ডের বিষয়ে আমি কিছুই জানিনা।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, অভিযোগের কপি আমার কাছে এখনো আসেনি। গর্ভকালীন ভাতার কার্ড দেয়ার নামে টাকা নেয়ার বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

ফুলবাড়ীতে টানা ভারি বৃষ্টি পাতে আবারো ধরলায় ভাঙ্গন

ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের টানা ভারি বৃষ্টি পাতে ও উজান থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x