অসহযোগ আন্দোলন চলাকালে ঢাকার সিএমএম আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রিজনভ্যানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
এ অবস্থায় আদালত প্রাঙ্গণে থাকা পুলিশের সদস্যরা প্রথমে আদালত ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা এসে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা দ্রুত স্থান ত্যাগ করে সড়কে চলে যায়।
এদিকে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন। সরকার পতনের এক দফা দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার থেকে রাজপথে অবস্থান নেয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।