সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এস বি এস) উদ্যোগে সিঙ্গাপুরের জুরং-এর আসইয়াকিরিন মসজিদে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার ও দোয়া মাহফিলে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশী একসাথে ইফতার করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর ড. মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. কামাল হোসেন। এছাড়াও স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে মহান আল্লাহ তা’য়ালার কাছে বাংলাদেশ ও সিঙ্গাপুরসহ সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করে প্রার্থনা করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজনে আসইয়াকিরিন মসজিদ কমিটি বিশেষ সহযোগিতা প্রদান করেন।