এইচ. আই লিংকন, মুন্সিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে সিরাজদিখান উপজেলার অরাজনৈতিক সংগঠন ‘অঙ্গিকার’।
গতকাল শুক্রবার বেলা ১০টা হতে দুপুর পর্যন্ত রাজনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ৭ শতাধিক দুস্থ ও সহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাল, চিনি, সেমাই, তেল । ইউনিয়নের ৪ টি স্পটে গিয়ে অঙ্গিকার সংগঠনের সদস্যরা এই ঈদ সামগ্রী বিতরণ করেন ।
বিতরনের সময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, অঙ্গিকার সংগঠনের সভাপতি হেদায়েতুল ইসলাম আলমগীর,সহ সভাপতি সাইফুল ইসলাম সানু, সাধারন সম্পাদক মো.শাহনেওয়াজ শান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক হান্নান শেখ, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব ও গোলাম মাওলা রিপন, সমাজ কল্যাণ সম্পাদক আওলাদ হোসেন, সদস্য রফিকুল ইসলাম, ওমর ফারুক রিগ্যান, এমদাদ হোসেন খান, রেজওয়ান প্রমুখ।