নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়ার আসর থেকে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানাযায়, রবিবার ১১ ডিসেম্বর রাত টায় দিকে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মিঠুন কুমার, এসআই সাদ্দাম মোল্লা, এসআই গোবিন্দ লাল দে, এসআই মো. ফকরুল হাসান ফারুক সংগীয় ফোর্স সহ থানা এলাকার সিরাজদিখান বাজার সার পট্টি নদীর ঘাটে অভিযান পরিচালনা করে টাকা ও তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. রতন সরদার (২৬), পিতা-মৃত পান্নু সরদার, মো. জাহাঙ্গীর মিয়া (৪১), পিতা-মৃত ফজল মিয়া, উভয় সাং-পশ্চিম আবিরপাড়া, মো. হালিম (৪৮), পিতা-মৃত মোবারক সরদার,সেন্টু মৃধা (৪২), পিতা-লতিফ মৃধা, উভয় সাং-সিরাজদিখান, মো. এরশাদ (২৯), পিতা-মো. মতি, সাং-দক্ষিন আবিরপাড়া, (জনৈক আমির খানের বাড়ির ভাড়াটিয়া) সর্ব থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ, মোতালেব আকন (৪০), পিতা-আব্দুল হক, সাং-সাদিবাড়ী, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর,উত্তর তাজপুর (জনৈক চুন্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-সিরাজদিখান,ওমর আলী (৩৪), পিতা-বাবুল সরদার, সাং-পশ্চিম আবিরপাড়া, এপি সাং-সিরাজদিখান (লালু মেম্বার এর বাড়ির ভাড়াটিয়া),মো. আল আমিন শেখ (২৭), পিতা-ইব্রাহিম শেখ, সাং-পশ্চিম আবিরপাড়া, এপি সাং-সিরাজদিখান (লালু মেম্বার এর বাড়ির ভাড়াটিয়া),মো. জনি (৩৩), পিতা-মৃত রোশন শেখ, সাং-পশ্চিম আবিরপাড়া, সর্ব থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জদেরকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান বাজার সার পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে টাকা ও তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।